ফিল্ড অফিসার পদে লোক ডাক দিয়ে যাই এনজিও(dak diye jai ngo job circular 2024)

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই(dak diye jai),মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদ প্রাপ্ত, যার সনদ নং- ০১১২১-০০৮৩৫-০০২৩৭। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত সংস্থার ঋণ কর্মসূচির আওতায় উপরোক্ত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করার লক্ষ্যে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।

dak diye jai ngo job circular 2024
ডাক দিয়ে যাই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি (dak diye jai ngo job circular 2024)
প্রতিষ্ঠানের নাম ডাক দিয়ে যাই (dak diye jai)
চাকরির ধরনবেসরকারি
পদ ও লোকবল১টি পদে ১০০ জন
আবেদন করার মাধ্যমডাক যোগাযোগ
চাকরির খবরমাই জবস বিডি
আবেদন প্রকাশের তারিখ১১/০৫/২০২৪
আবেদন শুরুর তারিখচলমান
আবেদনের শেষ তারিখ০৬/০৬/২০২৪
অফিশিয়াল ওয়েবসাইটhttps://ddjbd.org/
আবেদন করার লিংকঅফিশিয়াল নোটিশের নিচে

ডাক দিয়ে যাই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -dak diye jai ngo job circular 2024

  • প্রয়োজনীয়তা:
  • শিক্ষা: স্নাতক/সমমনা।ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পর্যন্ত শীথিলযোগ্য।
  • বয়স: বয়স ২৭ থেকে ৩৫ বছর।ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৮ বছর।

দায়িত্ব ও প্রসঙ্গ:

  • নতুন এলাকা ও সদস্য জরিপ, সদস্য ভর্তি, সমিতি গঠন ও পরিচালনা করা।
  • সদস্যদের নিকট থেকে সঞ্চয় ও ঋণের কিস্তি আদায়, ঋণ প্রস্তাব গ্রহণ ও ঋণ ফাইল প্রস্তুত করা।
  • বাৎসরিক লক্ষ্যমাত্র অনুযায়ী অর্জন নিশ্চিত করা।
  • দৈনিক ন্যূনতম ৩-৪টি দল/সমিতি অথবা ৭০-৯০ জন সদস্য পরিচালনা করা।
  • সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুতকরণ এবং শাখা ব্যবস্থাপকের নিকট জমাদান করা।
  • সংস্থার নীতিমালা অনুযায়ী সঞ্চয় ও ঋণ কর্মসূচি মাঠে বাস্তবায়ন করা।

ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা:

  • Salary Review: Yearly
  • শিক্ষানবিশকালিন সময়ে (৪ মাস) মাসিক ১৮০০০/- টাকা ভাতা প্রদান করা হবে।
  • সফলভাবে শিক্ষানবিশকালিন সময় অতিক্রান্ত হওয়ার পর কর্ম মূল্যায়ণের ভিত্তিতে চাকুরি স্থায়ীকরণের পর মাসিক সর্বসাকূল্যে ২৫,৭০০/- টাকা বেতন প্রদান করা হবে।
  • এছাড়াও সংস্থার অন্যান্য সুবিধা হিসেবে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিএফ, গ্রাচুইটি, মোবাইল বিল এবং মটরসাইকেল জ্বালানী খরচ প্রদান করা হবে।

কাজের ধরনফুল টাইম: Full Time

চাকুরি স্থান:বাগেরহাট, বরগুনা, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, পিরোজপুর, শরীয়তপুর।

আবেদন করার আগে পড়ুন:লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে বাছাইকৃত প্রার্থীদের ফোন যোগাযোগের মাধ্যমে জানানো হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে। নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানের পূর্বে ১০,০০০/-(দশ হাজার) টকা ফেরতযোগ্য জামানত সংস্থার অনুকূলে জমা করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণের দিন সকল প্রকার ডকুমেন্ট/কাগজপত্রের মূল কপি সাথে আনতে হবে।

আবেদনের মাধ্যম:উপরোক্ত পদে চাকুরির জন্য আগামী ০৬ জুন ২০২৪ খ্রি: তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে জীবন বৃত্তান্তসহ আবেদন পত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি (যদি থাকে) ও সচল মোবাইল নম্বরসহ খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক বরাবর নির্বাহী পরিচালক `ডাক দিয়ে যাই`, প্রধান কার্যালয়, বাড়ি নং- ০১, বাইপাস সড়ক, মাছিমপুর, উপজেলা: পিরোজপুর সদর, জেলা: পিরোজপুর-৮৫০০ ঠিকানায় পাঠানোর জন্য আহবান করা যাচ্ছে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

 

আরও পড়ুন:

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে নিয়োগ দেবে বে ফুটওয়্যার

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, কাজ এয়ারপোর্টে

সম্পর্কিত চাকরি